🌿 অনুভবে তুমি 🌿🌿
🌼🌼 বেগম সেলিনা খাতুন 🌼🌼
এরিয়ে তুমি যাবে যেদিন আমারে,
আমার পৃথিবী থমকে যাবে, না পেয়ে তোমারে,
ভাষা আমার হারিয়ে যাবে , হৃদয় খানি শুন্য করে ।
বলছি তোমারে দিওনা ব্যাথা, এই পোরা অন্তরে।
জ্বলতে জ্বলতে হয়ে গেছি ভস্ম,
তুমি কি পারোনা বুঝতে?
এ জ্বলার দহন জ্বালা কেমন লাগে সইতে।
কতনা প্রেমিক,ঠিক পথের সন্ধান খোঁজে,
তুমি ভুল করেও যদি আসতে আমার কাননে।
ঝড়া ফুলের গাথবো মালা তোমার জন্যে।
নদী ও তো এ কুল ভাঙ্গে, ও কুল গড়ে,
তুমি যদি হও কুল হারা !
ফিরে এসো আমার কাছে ,পাবে তুমি কুলের কিনারা।
পাখি হয়ে ডানা মিলে উড়ি আকাশে,
ঐ নীল আকাশে মেঘের মাঝে
খুঁজে ফিরি তোমাকে।
তুমি চলে এসো, অনুভবে থাকি এক সাথে।