"""অনুরাগের ছোঁয়ায়"""
***বেগম সেলিনা খাতুন***
------------------------------------
জানিনা তুমি এ হৃদয়ে কখন এসেছিলে,
প্রাণে মোরে দোলা দিয়ে মন কেড়ে নিলে। দিবানিশি মন ব্যাকুল তারে ভালবাসতে,
আমার এ মন চায়, সেকি চায়না আমায় ধরে রাখতে।
আকাশ সেজেছে কত স্বপ্ন নিয়ে ,
মেঘেরাও ভেসে বেড়ায় মগ্ন হয়ে।
পাখির কুঞ্জনে বন বিথী মুখরিত,
অনুরাগের ছোঁয়ায় হয়েছি আলোকিত।
ভুল করে না হয় এসেছিলে নীল ভোমরা হয়ে,
ফুল ভেবে যদি কাছে আসতে, আপনালয়ে।
দোষ কী হতো তাতে, রাখতাম হৃদয়ের গহিনে,
গুন গুন করে,গুঞ্জন ছড়াতে তোমার প্রিয়ার মধুবনে।
যারে ভালো বেসেছি, তারে মন দিয়েছি,
নিঝুম দ্বীপে খুঁজে ফিরি অর্হনিশি।
বুক ভরা ব্যথা দিয়ে গেলে অবেলায়,
হারিয়ে গেলে তুমি কোন অজানায়।
বেগম সেলিনা খাতুন
১৫/০৫/১৯