""" আমি শিউলি """
বেগম সেলিনা খাতুন

আমি শিউলি,
সন্ধ্যা বেলাকার ফোটা ফুল
বাতাসে সুভাস ছড়াই
সারারাত টুপটাপ অন্ধকারে
ঝরে পড়ি শিশির ভেজা ঘাসের উপর।

আমি শিউলি,
ভোরের শিশির সাজিয়ে তোলে
সাদা মেঘেরা ভেসে বেড়ায়
পূর্ব কোণে সূর্যের দেখা মেলে
হেসে খেলে অগ্নি ঝড়ায়।

আমি শিউলি,
শরতের বার্তা এনেছি বয়ে
ভেজা ভেজা সুভাস সঙ্গে নিয়ে
শিশুদের কোলাহল শিউলি তলা
কুড়িয়ে নিবে ডালা ভরে।

আমি শিউলি,
শুভ্র সাদা গা ভেজা শিশিরে
মালা গেঁথে উপহার দেবে সখিরে
নদ নদী পার হয়ে পথ পেরিয়ে
এলোকেঁশে দাঁড়িয়ে লাল শাড়ি পরে।