🌿🌿🌹আমি পথহারা কবি🌹🌿🌿
💮💮বেগম সেলিনা খাতুন 💮💮
১০,০৯,২০২০
আমি পথহারা কবি,
আছি অন্ধকার কুটিরে।
বন্দী করে রেখেছো ,
আমার পাগল মনটারে।।
তালা বিহীন কুটিরে,
শিকল বিহীন পায়ে,
তবু যেতে পারিনা কেন?
বলে দাওনা মোরে।
আমি পথহারা কবি,
আছি অন্ধকার কুটিরে।
বন্দী করে রেখেছো ,
আমার পাগল মনটারে।
তোমার প্রেমে আমি হয়েছি মগ্ন
দেখি তোমায় নিয়ে কত যে স্বপ্ন
দিনের আলো শেষে,মধ্য রাতের দ্বিপ্রহরে।
আমি পথহারা কবি,
আছি অন্ধকার কুটিরে।
বন্দী করে রেখেছো,
আমার পাগল মনটারে।
তোমায় নিবেদন করবো প্রেম,
ভাবি, দিবা নিশি,
বিচ্ছেদের ভয়ে পারিনা
বলিতে তোমায় ভালোবাসি।
বাগানে এসেছে ভ্রমর,
ফুলের সুবাস পেয়ে।
আমি পথহারা কবি
আছি অন্ধকার কুটিরে
বন্দী করে রেখেছো,
আমার পাগল মনটারে।
আমি পথহারা কবি,
আছি অন্ধকার কুটিরে।
বন্দী করে রেখেছো ,
আমার পাগল মনটারে।