"আমি বাংগালী"
বেগম সেলিনা খাতুন

আমি বাঙালি,বাংলায় কবিতা গল্প  লিখি,
যার প্রেরণায়,দেশ রক্ষায় হাজার বাঙ্গালী।
ঝাপিয়ে পরেছিল যুদ্ধের রণক্ষেত্রে,
লাল সবুজ পতাকা এনেছিল ছিনিয়ে।
পরাধীন বাংলা, স্বাধীন বাংলায় গড়েছিল,
তার ঋণ শোধ করবো, দেশকে ভালো বাসবো।

আমি বাঙালি,ঘুম থেকে জেগেই শুনি
বাঙালায় মায়ের মুখের বুলি।
হারাতে দিবনা বাংলা,আদেশ করেছিলেন স্বাধীন বাংলার স্রষ্টা।
জুলুম অত্যাচার সয্য করে এনে দিয়েছেন  লাল সবুজ পতাকা,
তার মান রাখবো,তিনি আমাদের জাতির পিতা।

উষা লগ্নে,স্বাধীন বাংলার আবেশে,পুলকিত মন
ভাটিয়ালি গান,বাতাসের তেরে দেখি ঢেউয়ের নাচন।
গাছে গাছে ডাকে পাখি, বউ কথা কও
আনন্দে উল্লাসে মেতে উঠে মন।

এতো বড় দান,রাখবো তার মান,যায় যাক প্রাণ।
যতোদিন এদেহে প্রাণ রবে,আকাশ বাতাস সাক্ষী রেখে বলছি, সেই মহান ব্যাক্তির চাওয়া পাওয়া হতে দিবনা ম্লান।
সে যে আমাদের বাংলার পিতা শেখ মুজিবুর রহমান