🍀🥀আমার প্রণয় আমার প্রেম🥀🍀
              বেগম সেলিনা খাতুন

আমার প্রেম আমার প্রণয়
থেমে থাকেনি অতিত ব্যাল্যকাল,
বর্তমান নিয়ে এসেছে প্রত্যাশার ঝাপি,
নীল গগণে আলো জ্বালিয়েছে পূর্ণিমার শশী।

আমার প্রেম আমার প্রণয়
দক্ষিণা পবনে কৃষ্ণাচুড়ার ছায়ায়,
শেষ হয় অপেক্ষা, হলুদ বিকেল বেলায়,
অজান্তে অনুভবের দ্বার প্রান্তে পৌঁছেছি।

আমার প্রেম আমার প্রণয়
শান্ত নদীর তীর ধরে কত যে হেঁটেছি,
এলোমেলো ভাবনায় নিজেকে খুঁজেছি,
তটনীর বুকে নিজেকে দেখে গরবিনী হয়েছি।

আমার প্রেম আমার প্রণয়
সূর্য উঠার পূর্বে নীল গগণ তলায়,
ভোরের হিমেল হাওয়ায় মনটা জুড়াইয়াছি,
উদ্ভাসিত আর একটি সকাল উপহার পেয়েছি।


আমার প্রেম আমার প্রণয়
নিঝুম রাত শুনশান নীরবতা,
বেঁজে উঠে টেলিফোন
ভেঙে যায় ঘুম, বেড়ে যায় হৃদয় কাঁপন,
মায়াবী চোখ দুটিতে সুদুর নদী দেখেছি।


আমার প্রেম আমার প্রণয়
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্লাসের অবসরে,
বৃক্ষের ছায়াতলে চৈতালি হাওয়া বয়,
মেতেছি কত চটপটি খাওয়ার জমানো আড্ডায়।

আমার প্রেম আমার প্রণয়
বলা হলোনা হৃদয়ের গোপন কথা,
প্রকাশ পেলনা হু হু করা,বুক ভরা ব্যাথা,
নিজেকে নিজেই শাসন করেছি।

আমার প্রেম আমার প্রণয়
বিদায় বেলায় হৃদয়ের ব্যাকুলতায়,
চিৎকার করে, কখনো নিরবে
বৃষ্টির জলে কেঁদেছি।
সবার অলক্ষ্যে, নিরবে নিঃশব্দে
চোখের বারি ঝড়িয়েছি।

আমার প্রেম আমার প্রণয়
খোলা জানালার পাশে শিউলীর ফাঁকে,
রাতের চাঁদের স্নিগ্ধ আলোর পরশ পেয়েছি,
শিউলি ফুলে নিজেকে সাজিয়েছি।

আমার প্রেম আমার প্রণয়
চৈত্রের অলস দুপুরে হৃদয়ের দিবালয়ে,
হু হু করে চলছে জীবনের ট্রেন,
জানা নেই কখন পৌঁছাবে শেষ ষ্টেশনে।

আমার প্রেম আমার প্রণয়
বিদায়ের মুহূর্তে মনের ব্যাকুলতায়,
ফিরে ফিরে কতবার তাকিয়েছি,
নিরজনে চক্ষু জলে বুক ভাসিয়েছি।

আমার প্রেম আমার প্রণয়
স্বর্গ থেকে এসেছিল প্রেম, করেছিলাম গোপন,
অভিমানে বারি ঝড়িয়েছিল দু'নয়ন,
নীল গগনে জেগে নাই গ্রহ তারা শশী,
জেগে ছিলাম  তোমার জন্য সারা রাত্রি।