আমার প্রকাশ
বেগম সেলিনা খাতুন
ভালোলাগা থেকে হয় ভালোবাসা
ভালোবাসা থেকে হয় প্রণয়
তার বিরহে মোর কবিতা লেখা শুরু হয়।
অনেক কথা মুখে বলা যায়না
হৃদয়ে লিখতে তো দেরি হয়না
পূর্ণ হয় হৃদয় বাক্স অগণিত শব্দে
প্রণয় প্রকাশ হয় মনের অজান্তে।
কখনো ভাবিনি, তারে নিয়ে
লিখবো কবিতা দুখানি
জীবন কখনো থেমে থাকেনি
বহতা নদীর মতো ঢেউ তুলেছে রিনিঝিনি।
কখনো জোয়ার এসেছে জীবনে
কখনো নয়নের জলে বুক ভেসেছে
অন্দর মহলে
আয়নায় বারবার দেখেছি নিজেকে
আনন্দ পেয়েছি অতিতের স্মৃতি থেকে।
সে যে হারিয়ে যাবে ভাবিনি
হারিয়ে হলো মোর কবিতার শিরোমনি
প্রণয় প্রণয় প্রণয় হলো অমিয় বাণী।