🌿🌿আমার পরিচিত 🌿🌿
🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁
ভালোবাসি আমার দেশ আমার জন্মভূমি,
আমার আকাশ পরিচিত ঝড়াই চোখের পানি,
ভালোবাসি আকাশ বাতাস পাহাড় নদী গীরি।
আমার দেশের চন্দ্র সূর্য আমার পরিচিত,
চন্দ্রকে ঘিরে রাখে হাজার কোটি নক্ষত্র,
পরন্ত বিকেল রাঙিয়ে রাখে রক্তিম গোধুলীর আলো।
আমার দেশের নদ নদী দেখতে অনেক ভালো,
সেই নদীর মাঝি আমার খুব যে প্রিয়।
মাঝ দরিয়ায় হাল ছারিয়া আমায় নিয়ে ভাসিও।
সেই নদীযে একুল ওকুল দুকুল ভেঙ্গে মোহনা গড়ে,
নিজেকে উজাড় করে বিলিয়ে দেয় সাগরের পারে।
স্বপ্ন দেখি আমিও, আমার দেশ খুব যে আমার প্রিয়।
ভালোবাসি পলাশ শিমূল আরো প্রজাপতি,
সকাল বিকাল ফুলের সাথে করে মিতালী,
আমরণ থাকবে তাদের গভীর মাখামাখি।
আমার দেশের মেঘলা আকাশ রুপালী রোদ্দুর,
এই দেশেতে পাখির কন্ঠে পাগল করা সুর, আরো আছে গায়ের রাখালের সুরের ভর দুপুর।
আমার দেশের বৃষ্টি করেনা অনাসৃষ্টি,
দুঃখের কান্না আড়াল করে বৃষ্টির জলে,
মেঘের পরে রঙধনু, রঙ ছড়ায় নীল গগনে।
আমার দেশের মৌমাছি ফুলের রেনু কুড়ায়,
আমার দেশের খাটি মাটি সোনার ফসল ফলায়,
সেই দেশেতে জন্মে আমি ধন্য হয়েছি,
আমার দেশকে আমি বেশী ভালোবাসি।