🌿🌿🏵আলিঙ্গনে🏵🌿🌿
🌹🌹বেগম সেলিনা খাতুন 🌹🌹

তুমি থাকো বহুদূরে,সাত সমুদ্র তের নদীর পরে,
দুর থেকে করলে প্রেম নিবেদন আমারে,
দু'চোখের মিলন হয়নি কোনদিনে,
ভয় হয়! না দেখে প্রেম হয় কেমন করে।

করতে বলো তুমি প্রতিজ্ঞা,
হবে যে দিন প্রথম দেখা,
দু'বাহুর আলিঙ্গনে,
জরিয়ে রাখবে বুকের সনে।

যদি হই বসন্তের ঝরা ফুল,
যদি হই ফাল্গুনের তপ্ত আগুন,
ভালোবাসতে পারবে কি তুমি?
না না, পারবে না! পারবে না!জানি........।

জীবনটা হয়ে আছে মরুভূমি,
তোমার ভালবাসা প্রাণের চেয়েও দামি,
তবু প্রতিজ্ঞা রাখতে পারবো না জানি,
হতে পারবো না তোমার ভালবাসার রাণী।

সময়ের দাবী তুলে,
ভালোবাসা ফিরিয়ে দিলে,
কষ্ট হবে তোমার যেমন,
আমারো হবে কষ্ট তেমন।

চিন্তায় মগ্ন থেকে, করি নিশি যাপন,
জীবনটা হয়ে আছে আষাঢ় শ্রাবণ,
দু'চোখে ঝড়বে অঝোর বর্ষণ,
ব্যাথা ভরা মন নিয়ে, করবো আলাপন।

তবে জোছনা মাখা রাতে ,
আলতো করে ভিজবো মোরা শ্রাবণের বর্ষণে,
অথই পূর্ণিমায় ভাসবো দু'জনে ,
অভাব থেকে যাক, যাক, দু'বাহুর আলিঙ্গনের।