🌿🌿🌹আকুতি 🌹🌿🌿
🏵🏵বেগম সেলিনা খাতুন 🏵🏵
গন্ধভাসা ফুলের বাগানে,
বলবো কথা তোমার কানে কানে।
না পাই যদি তোমার ভালবাসার স্বীকৃতি,
ঐ চোখে চোখ রেখে
কাটাবো অনন্ত কালের আকুতি।
অগণিত মানুষের ভিড়ে, যাও যদি হারিয়ে,
খুঁজবো কেমন করে,লোক চক্ষুর আড়ালে?
আমি নিরুপায়! বলে দাওনা উপায়!
দূর থেকে ভালোবাসা, এইভাবেই উপলব্ধি করা যায়।
তোমার সাথে দেখা না হয় যদি কোন দিন,
এই নিষ্ঠুর পৃথিবীতে।
মনের দর্পনে খুঁজবো তোমায়,
বৃষ্টি ভেজা রাতে।
দেখা যদি না হয়, না হোক, তাতে কি?
ভুল যদি হয়ে থাকে, থাক,
তবুও তো তোমায় ভালবেসেছি।
দিবা নিশি ক্ষণে ক্ষণে,জেগেছে মনে শিহরণ,
আঁখিপাতে অশ্রু ঝড়িয়ে
মনকে দিয়েছিলাম নির্বাসন।
ভালোবাসার আরেকটা রুপ,
তোমায় পেয়ে হলো উন্মোচন।
বুকের মধ্যে লুকিয়ে রাখা
চাঁপা ফুলেরা সুবাস ছড়ায় সারাক্ষণ ।।