*** একই পথের পথিক দু'জনা***
          -------------------------------------
        🔰 বেগম সেলিনা খাতুন 🔰
              """""""""""""""""""""""""""""""
তুমি আমার একজনই বন্ধু, একজনই শত্রু।
তোমাকে নিয়ে ভাবতে থাকি,হয়তো তুমিও ।
কোন চাওয়া পাওয়া নাই,তোমার আমার,
তবুও মন চায় ঐ হাতে হাত রেখে,
যাই সাগরের ওপার।
তোমার জীবনের সাথে,
আমার জীবন কি ?
হয়ে আছে একাকার !
না না না ! সেটা শুধু কল্পনার!
ঐ খানে আছে, ঝড়, তুফান, প্লাবন!
গভীর প্রেম,কালো ছায়া, মিথ্যা স্বপন।
তবু কেন? দুজন দুজনকে খুঁজে ফিরি সারাক্ষণ,
রচিত করি কবিতা, কান্না নিয়ে বুকে,
হয়তো সারাজীবন রাখতে হবে,
নিজেদের আড়াল করে।
তা হলে কী ?ঐ পথ আমাদের আধারের?
মনের মধ্যে হিমালয়ের ঠান্ডা ঢেউ বয়ে চলছে,
অভিমান করবো! কার সাথে?
একই পথের পথিক যে আমরা দুজনে!
নিস্তব্ধতায় ঘুম ভেঙ্গে যায় রাতে,হয়তো তোমারও !
তুমি যে আছো, আমার একান্ত আমিতে।
আমরা দুজনে কোনদিনও খুঁজতে পারবোনা, আলোর ঠিকানা!
শুধুই একজন আর একজনকে, করবো ভাবনা!
আমাদের ভালবাসাতো নিঃশব্দের আবেগ,
সেখানে আসবেনা কোনোদিনই বসন্ত
থাকবে শুধু গুমরে গুমরে কান্নার শব্দ।।।