***একবার ডেকে দেখো***
বেগম সেলিনা খাতুন
তুমি কী ভুলেই গেছো,মনে করোনা কখনো?
পারিনাতো ভুলিতে তোমারে
হৃদয়ের কোন এক কোণে নীল ক্ষত করে রেখেছো এখনো।
কোথায় আছো, বাস তোমার কোথায়?
কেমন আছো তুমি, জানতে বড় ইচ্ছে হয়।
আমি তো ভালোই আছি,তোমার মতো নয়,
ভালো আছি বলে বলে করি অভিনয়।
তোমারে ছাড়া ভালো থাকার কোন ইচ্ছে নাই।
এ জীবনে একবার তোমার দেখা চাই।
একবার আমায় ডেকে দেখো,
সাগর নদী পাড়ি দিয়ে হাতটি তোমার ধরবো,
পাখির মতো ডানা মেলে একাকী উড়বো।
আকাশের নীল আলোয় করবো তোমায় মুগ্ধ।
তোমার মাথার চুলে ধরেছে কী পাক?
হয়েছো নাকি বুড়ো? নাহ,কেন বুড়ো হবে?
এই তো সেদিনের কথা, কতো লুকোচুরি ছিলো,
ছিলো প্রণয়নের গভীরতা।
আমিও হয়নি বুড়ো, যেমন দেখেছিলে,
তেমনি আছি, শুধু হাতে তুলে নিয়েছি সাদা ছড়ি।
তুমি ভাবছো, চোখে দেখিনা?
দেখি তো! শুধু তোমারই ছবি।
সত্যিই কী ভুলে গেছো?
নাকি এখনো বসে থাকো,পথের বাঁকে, নদীর তীরে।
সেই আগেরই মতো।
তুমি কী রঙ তুলি দিয়ে আকোঁ আমার ছবি?
আমি ভোরের হিমেল হাওয়ায় বসে,
নয়নের জল দিয়ে তোমার নামটি শুধু হৃদয়ে লিখি।
একবার ডেকে দেখো,
পাহাড় পর্বত পাড়ি দিয়ে তোমার হাতটি একবার ছোঁব।
নীল সাগরের কোলাহল মুক্ত পাড়ে, জোসনা ভাসা রাতে, অপু্র্নতার গল্প শুনাবো।
তোমাকে নিয়ে দেখি কত স্বপ্ন,
শর্ত বিহীন সখ্যতা গড়ে তুলবো।
নিঝুম রাতে তারাদের ভিড় থেকে,
শুক তারাটা তোমায় খুঁজে দিবো।
একবার ডেকে দেখো,
সবুজের গালিচা বসে যুগল প্রেমের গল্প শুনাবো।
আমার আঁখিপাত যায় যাক জলে ভরে।
তোমার আঁখি জল শূন্য করবো।