🍀🍀একাকিত্ব জীবন🍀🍀🥀
বেগম সেলিনা খাতুন
গ্রীষ্মের অলস দুপুর, চারিদিক নিরব নিস্তব্ধ।
জীবনের গাড়ি স্টেশন বীহিন চলছে অবিরত।
শুনশান নীরবতা ভেদ করে বইছে ঝিরঝিরে পবন,
একাকিত্ব ঘিরে রেখেছে,শেষ স্টেশনে যাওয়া হবে কখন?
মায়াবী চাঁদ ঘুমিয়ে থেকে,
অন্ধকার করেছে রাত।
রূপালী তাঁরার মেলায়,
আকাশ সেজেছে আজ।
মেঘদূত ছুটি নিয়েছে,নীলে ভরেছে গগণ,
নিশুতি রাতে জেগে খুঁজি সুখেরই স্বপন।
দুঃখের কুটির আজ হয়েছে মরুভূমি,
নিসংঙ্গ জীবনের জন্য দায়ী নওকি তুমি?
একটু দাওয়া যদি দিতে,হোত কি ক্ষতি?
বক্ষ চিরে যদি দেখিতে,
কাষ্ঠ বিহীন দাবানল জ্বলছে কলিজাতে।
দিন যায় রাত আসে,
সময় চলছে, সময়ের গতিতে।
সময় নেই যে তার, সঙ্গ দেওয়ার,
তবু অপেক্ষা ভোরের শুভ্রতার।
প্রকৃতি কখনো হয় নিষ্ঠুর,করে বিরুপ আচরণ।
কখনো নিঃসার্থে,মায়া মমতায় করে আলিঙ্গন
কখনো জীবনটা করে হরণ।