******এক ঝলক দেখা*****
    """""বেগম সেলিনা খাতুন """""
     -----__------------------------__---------

আমি জোৎস্না রাতে,
চাঁদের হাসি দেখেছি,
তাও ততোটা মৃদু নয়, তোমার হাসির মত

আমি আকাশের উদারতা দেখেছি
সে-ও ততোটা উদার নয়,
তোমার মনের মতো।

আমি রোদের ঝিকিমিকি দেখেছি
তা-ও ততোটা চকচকে নয়
তোমার রূপের মতো।

আমি হরিণের চোখ দেখেছি
সে-ও ততোটা ডাগর নয়
তোমার চোখের মতো।

আমি বাতাসের সুর শুনেছি
তা-ও ততোটা মধুর নয়
তোমার গানের মতো।

আমি নদী দেখেছি
সে-ও ততোটা প্রশস্ত নয়
তোমার হৃদয়ের মতো।

আমি ঝরনার পানি দেখেছি
তা-ও ততোটা স্বচ্ছ নয়
তোমার মতো।