🥀🥀🥀আজকের ভোর 🥀🥀🥀
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
আজ ৯ ই এপ্রিল, চৈত্রের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে।
আবহাওয়ার রুক্ষতার মাঝেও শীতল করা আবেশ জড়ানো আছে ।
প্রকৃতির মাঝেও শুভ্রতার ছোঁয়া।
নতুন পাতায় পল্লবিত বৃক্ষলতা।
ফুলে ফলে শোভা ছড়ানো।
কোকিলের কুহু কুহু সুরে সুরারিত ভোরের হাওয়া।
খোলা আকাশের নিচে বটের ছায়ায় বসে চা পান করা।
ভোরের রবির স্নিগ্ধ তাপ, এ যেন নেশা ধরানো সাদ।
পুকুরে নানান রঙের মাছের হেসে খেলে সাতার কাটা।
শিকারী হয়ে উত পেতে থাকা মাছরাঙা।
পান কৌরির ডুবে ডুবে মাছ ধরা।
এ দৃশ্য আনন্দ ও মুগ্ধতায় ভরা।
ক্যামেরা হাতের কাছেই ছিল।
চুপি চুপি ক্যামেরা বন্দী করা।