💐💐অদেখা প্রেম💐💐
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
অভিমান করে যদি যাই চলে,
পিছন থেকে তুমি কি ডাকবে?
বলবে কি তুমি! চলে এসো অনুভবে।
অভিমান করে আমাকে যেওনা ভুলে,
ছায়া হয়ে আছো,
বুকের মাঝে, মনের গহিনে ।
যখন করো তুমি অভিমান,
থেমে যায় প্রাণের স্পন্দন
ক্ষমা করে দাওনা?
ঝড়াও শ্রাবণের বর্ষণ।
রোজ ঘুম থেকে জেগে,
দক্ষিণা জানালা দিও খুলে,
লাল গোলাপের সুবাস পাবে!
রিনি ঝিনি নূপুরের শব্দে
যদি কেউ জেগে উঠে,
অদেখা প্রেম, অদেখাই রবে।