💐💐অচেনা তুমি 💐💐
🌿🌿বেগম সেলিনা খাতুন 🌿🌿
তোমায় প্রথম যেদিন বিদায় জানাই,
সময়টা আজো মনে পড়ে,
দাঁড়িয়ে ছিলাম পুকুর পাড়, সন্ধ্যা বেলায়।
তুমি ওপার থেকে হাত বাড়িয়ে বলেছিলে
ফিরে আসবে কবে?
আমি অশ্রু সজল চোখে কিছুই বলতে পারিনি যে ।
না বলা কথা এখনও বুকের মধ্যে রেখেছি চেপে।
বন্ধু আমার বলনা! আজো কি আমায় রেখেছো মনে?
তোমায় আমি রেখেছি মনের গহনে ,সযতনে,
শপথ করেছিলাম সেদিন বিদায় মুহূর্তে,আপন মনে।
তোমায় ছাড়া অন্য কারো স্থান নাই যে এই গহনে।
লিখেছিলাম তোমায়, অশ্রু দিয়ে একখানা লিপি,
লিপি খানা পরে দেখ , নয়নে রেখেছি তোমার ছবি।
নদী শুকিয়ে গেলো, নৌকা আটকে পড়ে গেলো,
হারিয়ে গেলো সুর,হারিয়ে গেলো মেঘলা দুপুর।
চোখ ঝাপসা হয়ে আসে, যা দেখি সবই অন্ধকার।
কেন এতো অবহেলা,
খুঁজে ফিরে সকাল দুপুর সন্ধ্যাবেলা।
তুমি হয়ে গেছো খুব অচেনা,আছে শুধু স্মৃতি স্বপ্ন বেদনা।