🌾🌾অচিন পাড়া🌾🌾
বেগম সেলিনা খাতুন
শয়ন পাতে চাইনা তোমায়,
নয়ন পাতে রাখিও।
ভালোবাসার নিও যতন,
স্মৃতি গুলো করিও স্মরণ।
বন্ধু - আমায় যেওনা ভুলে,
মিশে আছো নয়নের জলে।
তুমি থাকো যতই দুরে,
ততো কাছে পাবে মোরে।
গুটিগুটি করে হলো বছর কুড়ি,
কুসুম রাতে বিরহের ঝুড়ি,
হয়ে উঠেছে ভারী।
স্বপন বিহীন প্রহর গুনি,
পর জনমে হই যেন, তোমার ভিখারিনী।
হৃদয়ের প্রেম না যায় শুকায়
আমার ভালোবাসা খুঁজো আপনায়।
অনেক কথা এখনো হয়নি বলা,
বিদায় বন্ধু, নাই যে সময়,
হয়ে গেল অবেলা।
পড়বে মনে সেদিনের কথা,
নদীর জল উছলে উঠা।
ডেঙ্গী নৌকায় ছিলাম সাথে,
পাল উড়ছে দক্ষিণা পবনে,
গান ধরেছিলাম ঢেউয়ের সুরে।
বন্ধু - আমায় রাখিও যতনে,
দেখা হবে সয়নে স্বপনে।
আমার কাব্যে, আমার কবিতায়,
মিশে আছো নীল বেদনায়।
জানিনা কোথায় কোন অজানায়,
চলছি আঁখিজল সঙ্গে নিয়ে।
ঘর্মবিন্দু ঝরে ঝরে শুকিয়েছে হৃদয়,
দেরী নাই পৌঁছে যাবো অচিন পাড়ায়।
আমি যেথায় ছিলাম বেঁচে,
সেথায় যদি আসো খুঁজে।
শিউলি ফুলের সুভাস পাবে,
মোর সমাধি ঢেকেছে ফুলে।
মাটির কুটির,তালা বিহীন বন্ধ।
তুমিও পাবে একদিন উপহার,
পাবে সমাধির গন্ধ।
থাকো বন্ধু দুরে থাকো,আরো দুরে,
দেখা হবে তোমার সাথে পরপারে ।