২৪ এর জুলাই
বেগম সেলিনা খাতুন
৫/৮/২০২৪ ইং
আমি ৫২ দেখিনি, ৭১ দেখিনি
দেখেছি ২৪ এর জুলাই ,
বুক চেতিয়া দাঁড়িয়ে ছিল
আবু সাঈদ ভাই।
পুলিশ ভাইয়ের কাঁপলো না হাত
নিরস্ত্রের বুকে গুলি চালাতে
বীর সাঈদের বুকে করলো গুলি
কার আদেশে? (জবাব চাই)
রাস্তা জুড়ে রক্তের স্রোত
বইছে ধীরে ধীরে
রাত নেমেছে শহর বন্দরে
আধাঁর নেমেছে ঘরে।
তৃষ্ণা মেটাতে পানি হাতে
মুগ্ধ ছিল রাজপথে
ফেরিওয়ালার মতো বলছে
পানি লাগবে? পানি লাগবে ভাই?
নিষ্ঠুর পুলিশ গুলি করলো ঠিক মাথায়।
মুহূর্তেই ঢলে পড়ে মানুষের ভীড়ে
নীথর দেহখানি পড়ে থাকে রাস্তায়।
ন্যায্য অধিকার আদায়ে তোমরা
ঝরালে লাল রক্ত
মুখে বোল, বুকে সাহস
হাত দু'খানি শক্ত।
রক্ত যখন দিয়েছি
আরো দিতে রাজি আছি
বদলা নেবো রক্তের
রাজপথ আগলে রেখেছি।
রক্তের জবাব দিতে হবে
ধৈর্য্য একটু ধরো
পাপ-পূণ্যের বিচার করবে
মওলা,তুমি জেনে রেখো।