আমি বাংলায় জন্মেছি, বাংলায় কথা বলি,
বাংলায়ই ভালোবাসি, বাংলার আলপথে চলি।
বাংলাকে রক্ষা করতে জীবন বাজি রেখে নৌকার হাল ধরি,
মায়ের জন্য এনেছি আমরা ২১ শে ফেব্রুয়ারি।
৩০ লক্ষ শহীদের রক্তে পেয়েছি মাতৃভাষা,
অ,আ,ক,খ প্রতিটি বর্ণই আমার হৃদয়ের গাথা।
বাংলায় পেয়েছি একটি পবিত্র সংবিধান,
১৯৫২ সালের এই দিনে, যারা দিয়েছিল বাংলার জন্য প্রাণ।
যাদের জন্য পেয়েছি লাল সবুজ পতাকা,
তাদের জন্য রয়েছে আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
শ্রদ্ধা জানাই মহানায়ক বাঙালী জাতীয়তাবাদের
সর্ব শ্রেষ্ঠ রূপকার, বাংঙালী জাতির দিশারী।
আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।