"১৯৭১-১৬ই ডিসেম্বর""
রক্তিম আলো পশ্চিম আকাশে
নিভু নিভু জ্বলে,
বড় বড় ট্যাঙ্ক গড়গড় শব্দে
ফিরছে ঢাকা শহরে।
মিলিটারীর চেহারায় ভয়ের আকুতি,
হঠাৎ চিৎকারে সঙবিৎ ফিরে।
কোনো এক মুক্তি সেনা ,উচ্চ কন্ঠে বলে ওঠে
জয় বাংলা , জয় বাংলা , জয় বাংলা ,
বীর বাঙালীর মনের আলোর ঝলকানী ছোটে ।
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর
ঐতিহাসিক রেসকোর্স ময়দান,
আত্মসমর্পন করেন ,পাঞ্জাবী, পাকিস্তান ;
অভ্যূয়দয় ঘটলো স্বাধীন সার্বভৌম বাংলার ।
বিজয় ! বিজয় !! বিজয় !!!
সাত কোটি মুক্তি সেনা ,জীবন বাজি রেখে
ছিনিয়ে নিয়েছিল জয়
যদিও বিজয় ছিনিয়ে নিয়েছে বাঙালী,
তখনও বাঙালীর প্রিয় নেতা শেখ মুজিব;
পাকিস্তানের কারাগারে বন্দী ।
শিগগিরই পাবে ফিরে বীর নেতাকে
অধির আগ্রহ নিয়ে বসে আছে,
শিশু ,নারী,পুরুষ বাংলার মাঠে ঘাটে ।
বেশী দেরী হয়নি ,তাদের আসা পূরন হতে
১০ই জানুয়ারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর
স্বদেশ প্রত্যাবর্তন ঘটে ।
সাত কোটি বাঙালীর মহান নেতা
সুঠাম দেহ, উজ্জল চোখ,
পরনে পাঞ্জাবী-পাজামা,
ধোঁয়া ওড়া পাইপ মুখে,
কালো ফ্রেমের চশমা চোখে,
বাতাশে ঝাকড়া চুলগুলো উড়ছে ।
বেগম সেলিনা খাতুন
১৬/১২/২০১৭