""""১৭ই মার্চ"""
বেগম সেলিনা খাতুন
তুমি জন্মেছিলে বলেই জন্মেছে বাংলাদেশ।
পেয়েছি আমরা স্বাধীনতা,পেয়েছি লাল সবুজ পতাকা।
হৃদয়ের প্রতিটি স্তরে স্তরে নক্ষত্রের মতো জ্বলে,
থাকেনা ভীরুতা, মুহুর্মুহু রাজপথ প্রকম্পিত হয়,
তারুণ্য জেগে উঠে। তোমার কথা মনে পড়লে।
তুমি পিছনে ফিরে তাকাওনি, কি ভয়াবহ হতাশা অপেক্ষা করছিল ।
প্রবল সাহস, তীক্ষ্ণ বুদ্ধি ,বজ্র কন্ঠ তোমার কেউ পারেনি রোধ করতে।
তুমি যে অমিয়, নক্ষত্রের মতো জ্বলে উঠে তোমার নাম,
তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তোমার চেতনায় ঢেউ তুলেছে রাত ও দিনে,
তুমি বুলেটের ভয় করোনি কোনদিন ও কোনখানে।
তুচ্ছ করে দাঁড়িয়েছো যুদ্ধের রণাঙ্গনে।
তোমার ভয়ে পালিয়েছে বুলেট বহন কারি,
কোটি কণ্ঠে শোনালে তুমি সোনার বাংলার জয় ধ্বনী।