🌿🌿🏵 ১১ জৈষ্ঠো 🏵🌿🌿
🌼🌼বেগম সেলিনা খাতুন 🌼🌼
১১ জৈষ্ঠো ১৩০৬ বঙ্গাব্দে, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ,দুখু মিয়া জন্ম নিলো।
জৈষ্ঠের ঝড় হয়ে এসে,গরীব দুঃখিকে ভালোবেসে, নিপীড়িত মানুষের ঘুম ভাঙালো।
তুমি প্রেমের কবি, তুমি বিদ্রোহের কবি,
তুমি পরাধীনতার, শৃঙ্খল ভাঙ্গার কবি।
তুমি বাঙ্গালীর অহংকার,
বৈষম্য, শোষন, বঞ্চনা, কুসংস্কারের বিরুদ্ধে, তুমি তুলেছিলে ঝংকার।
ঘুচিয়ে দিয়েছিলে অমানিষার অন্ধকার।
তোমার গানে,কবিতায়,উপন্যাসে ছিল বিদ্রোহের ছবি,
তুমি হয়ে উঠেছিলে শোষিত নিপীড়িত মানুষের কবি।
তোমার দৃষ্টি ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার,
লিখেছিলে তুমি, বল বীর! বল উন্নত মম শির,
উজ্জীবিত হয়েছিল বাঙ্গালী বীর।
ভীত কেঁপেছিল বৃটিশ শাসকের!
দিয়েছিল সাজা তোমাকে কারাগারের।
তবু মাথা নত করনি তুমি,
গেয়েছিলে তুমি, শির নিহারী নত,আমারি নতশির ঐ শিখর হিমাদ্রির।
তোমায় পূর্ণ মর্যাদা দিয়েছিল বাংলার বীর,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব।
বাংলার মাটিতে সপরিবারে নাগরিকত্ব দিয়ে,
ভূষিত করেছিল জাতীয় কবির।
তুমি লিখেছিলে-
"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
যেন গোর হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই।
তোমার শেষ ইচ্ছাও পূর্ণ করে,
বাঙ্গালী করলো মুনাজাত,
পরপারে তুমি যেন পাও,
জান্নাতের লাভ।