০২-জুলাই-২০২০
বেগম সেলিনা খাতুন

তুমি তো পরপারে চলেই গেলে
সুন্দর একটি জান্নাত পেলে
তোমার বীনে হৃদয়ে গভীর শুন্যতা
পূর্ণ হবে না হাজার কোটি বছরে তা।

আকাশটাও কোটি তাঁরাই ভরে
তোমায় খুঁজি তাঁরাদের ভীরে
ঢেকে আছে মেঘলা জলে
দেখা পাবো মেঘ সরিলে।

আমায় তুমি একলা ফেলে
কেন যে গেলে চলে
মানিয়ে নিলাম সব ব্যাথা
আসায় রইলাম পরপারে হবে দেখা।

নিশি যেগে দোয়া করি
দুর করো দুঃখ নামের কালো
তোমার জান্নাতে ছড়িয়ে থাক
হাজার কোটি নূরের আলো।

তুমি না হয় গেছো ভুলে
আছি আমি সৃতি নিয়ে
অভাব শুধু তোমার সঙ্গ
রেখে গেছো বা পাজরের অঙ্গ।

অভিযোগ হীন ঐ দুটো চোখ
সদায় থাকে জলে সরবর
যে দিকে তাকায় উপচে পরে জল
একটুখানি হাসির অভাব
শুষ্ক হয় ঐ দুটো ঠোঁট

সারাদিন ক্লান্তি শেষে
হাত তুলি খোদার কাছে
পানা দাও মাওলা তুমি
ভালোবাসি তোমায় আমি ।