মালা দিওনা তারে ভালোবেসে,
সে তোমাকে ভালোবাসেনা,
মালা দিওনা।
কেন এত ব্যকুলতা,
আবেগে ভরা নি:শ্বাস,
মায়াভরা ঐ বাহুডোরে
দিয়োনাগো বিশ্বাস।
সে তোমাকে কাঁদাবেই শুধু
দিবেনাগো এক চিলতে হাসি
ভাব্নায় আসেনা তার একবারও তোমার মুখ,
তার একটি কথায় তুমি
পরে নিবে ফাঁসি।