ফেলে আসা পথ, ফেলে আসা জন
কখনোবা মনে জাগায় শিহরণ
কতেক মলিন পড়েছে জং
কতেক এখনো হারায়নি রং
এই কি তবে নশ্বর জীবন!
হয়তো সে পথ আসবে না ফিরে
হবে না দেখা সে পথিকের সাথে
হারিয়েছে যে অজানা পথের ভিড়ে
ক’জনই বা ফিরে দিবসান্তে;রাতে।
ফেলে আসা পথের করুণ সুর
ছেড়ে আসা পথিকের শেষ হাসি
শেষ বিকেলের অংকের খাতা
প্রতীক্ষায়; খসবে জীবনের পাতা।