০১
সোয়াদ নিতে চায় দুধ-কলা-মাখনের আজীবন
সাধ্য নেই কারো রুখবে এখন!
ভাবখানা যেন পেয়েছে লিজ
সবকিছু তাই করছে সিজ,
পালাবে কোথায় যখন কেউ থাকবে না আপন।
০২
স্বপ্নের শেষ কোথায় কেউ কি জানে?
নাস্তিকের স্বপ্ন বুনে শয়তানে।
স্বপ্নের বাগানে বইছে সুখের নহর
পাড়ি দেবে আটলান্টিক শয়তান আছে তিন কোণে।
যারা আসে না স্বপ্নের মিছিলে পড়ূক কহর!