মনের অর্গলে ছিটকিনি দিয়েছো সেতো জানি,
নয়নের মিলনও হলো দূরগামী,
পথ হারিয়েছে কি পরিচিত ঠিকানা?
নাকি ভাবছো আমি হলেম বেগানা!
ভয় নেই আবদারের ঝাঁপি খুলবো না আর,
স্বপ্নের রঙধনু হারিয়েছে রঙ তার।
অস্তিয়মান সূর্যতে দেখিনা আকাশের টিপ,
পূর্ণতার মাঝেও যেন আমি একাকী দ্বীপ।
ইচ্ছে করে হারায় পথ যে পাখি,
কেন তাকে অকারণে মনে রাখি!
বনের পাখি মানে না পোষ সোহাগেও অফুরন্ত,
বুঝলাম এ সত্য;খুলে দিলাম তাই দিগন্ত।।