অনাগত আঁধারকে দেখে যখন পেয়েছিলাম ভয়
বলেছিলে হও নির্ভয়-এমনটি হয়।
তবু আমার কাটেনি ভয়।
দেখিয়েছিলে পুবের আকাশ,
সোনালী ডিমের খোলস ভেঙে ফুটছিল দিনের ছানা,
হায় আঁধারের ভয় করেছিলো কি আমায় রাতকানা ?
বলেছিলে থাকো আমার পাশ।
হয়েছিলাম নির্ভার,সাথী আছে আমার,
ছিলে সাথে?
সূর্যমুখীর মতো আবর্তিত হলে প্রভাতে।
কপাল আমার !
এখন পাইনা ভরসা বাড়ানো হাতে,
পেন্ডুলাম হয়ে দোলে মন,দ্বিধা আছে সাথে।
অবচেতন বোধ রাঙায় চোখ,
যেও না ওপথে আর,পাবে না নির্ভরতার মুখ।