আজকাল ভাবখানা এই-হয়ে গেছো যেন ক্লিওপেট্রা !
অথচ নেই তোমার বিন্দুমাত্র লাজের দোপাট্টা।
রূপের বাহারে তুমি সে কোন ছার!
ক্লিওপেট্রার রূপে প্রতিক্ষণ খাও আছাড়।
ক্লিওপেট্রার গ্রীবায় ছিল নাকি বিষাক্ত এক সাপ,
ভেক ধর তুমি যেন এগিয়ে গেছো আরেক ধাপ।
হয়তো ভুলে গেছো মিশর রাণীর করুণ ইতিহাস,
জনশ্রুতি সেই সর্প নেয় প্রাণ তার-ভাগ্যের পরিহাস।