যাবেইতো, তবে কেন এত সঙ সাজা?
অষ্টপ্রহর মরে আছো।
প্রতিবন্ধী মন,মনন- তোমার বুকে পেস মেকার।
ঘুড়ির নাটাই হারিয়ে খুঁজো অহর্নিশ,
বিকিয়েছ সব বেলতলায়।
এখন শব্দে ভাসে করুন মিনতি,
উত্তরণ,উত্তরণ,উত্তরণ-
লজ্জা কি?
খুলে ফেল জিহবার বেফাস গাঁথুনী,
সময় সুনামী নাকাড়া বাজায়,
অপেক্ষায় গোর নাকি চিতা।
যে ভেলায় লটকিয়েছো আঁচল
সেতো এন্টার্কটিকার পথে।
মরা আগুনে সেদ্ধ চাইনিজ,
ভাবখানা যেন অমৃতভোজ।
নিষ্টুর নিয়তি অদূরে বসে ক্লান্তিহীন,
শিকার ধরবে তোমারি শেখানো মন্ত্রে,
গোঁফে তা দেয় তাগাড়া ম্যানিলা রোপ।