শুনে তোমার গালি দেব আমি তালি
কি করে ভাবলে হে কাঙালী!
গালির উত্তরে পাবেই গালি।
শুনে তোমার মিথ্যে ভাষণ
বুঝলাম তুমি হারিয়েছ ভিশন
ভাবনা হচ্ছে তোমায় জন্যে ভীষণ!
যতই লাগাও জোড়াতালি
হচ্ছে সব আথালি-পাথালি
কেন যে ভাঙা তরি সাগরে ভাসালি!
কিনারা প্রতিদিন যাচ্ছে সরে
শীতের পাখিরা যাচ্ছে দূরে
অথৈ সাগরে তুমি রইবে মরে।