অমোঘ বিধান কি রুখা যায়?
সময় উড়ে উড়ে যায়,
যেমনটি প্রজাপতি যেত শিশুবেলায়।
স্বপ্নের আকাশ এসে দাঁড়ায় যৌবনের দো্রগোড়ায়।
বিপ্লব নাকি প্রেম দোটানায়।
দ্বিপ্বিজয়ের নেশায় বাণ আসে হিয়ায়।
কোথায় সালাউদ্দিন? কোথায় মুহম্মদ বিন কাসিম?
হাতছানি দেয় দিগন্ত অসীম।
কারবালার ধূ ধূ প্রান্তর তপ্ত নিঃশ্বাস,
কার হৃদয়ে জাগায় সজোর দীর্ঘশ্বাস?
ফোরাতের জল লুকিয়েছে রঙ রক্তগঙ্গায়,
সীমারের খঞ্জর সত্যের নিশানা মুছে দিতে চায়।
রক্ত সাগর পারেনি করতে লীন এক তিল সত্য,
সত্যের তরে দেয় যারা প্রাণ নেই তাদের মৃত্যু।