কবিতার বাড়ি আর হয়না যাওয়া আজকাল
ব্যস্ততা কেড়ে নেয় প্রতিটা সকাল
ক্লান্তির সাঁকো পাড়ি দেয় ম্রিয়মান বিকাল।
কল্পনায় নির্মিত হয় সদা কবিতার জলছবি
আসে না স্তাবক পদধুলি দেয় না উদ্ভাসিত রবি
বীজপত্রেই পটল তুলে স্বপ্নিল কবি।
অতএব কবিতা খুঁজে নতুন আঙিনা
কবিতার বাড়িতে নতুনের আনাগোনা
প্রাণের সখা বুঝি হয়ে গেল বেগানা।