যাচ্ছিলাম রিকসায় সেদিন প্রাতে
শীতের কাপড় ও কামড় দু’টোই ছিল সাথে।
আচমকা্ দেখি বার্ধক্য দাঁড়িয়ে তফাতে
ব্যর্থতার থলে আছে সাথে।
জ্ঞানের মশাল জ্বালিয়ে ক্লান্ত
কর্তৃপক্ষ তাই করলেন শান্ত
দিলেন অবসর;
হায়! শান্তি হলো বেঘর।
তিনি এখন বার্ধক্য বগলে
কর্মের খুঁজে বের হন সকালে,
জাতির জন্য নিজেকে বিলিয়ে
এখন মরেন বুক কিলিয়ে।
অপাংতেয় বার্ধক্য কেড়ে নিল সব
এখন সহায় আছেন কেবল রব।
মানসপটে ভাসে আগামীর ছবি
নিজেকে বললাম তুইও কি এমন হবি!
হে রব,মাফি মাঙি বার্ধক্য থেকে
মুক্ত করো চলতশক্তি রেখে,
অনাদর বিগ্রহ তফাতে রেখো
এ অধমের আর্জি স্মরণ রেখো।