একদিন পর্দা নামবেই মঞ্চের।
যন্ত্রীরা তখনো থাকবে সারঙ্গীর সাথে,
আলোর বন্যায় ভেসে যাবে চারপাশ,
নিয়ন বাতি তখনো থাকবে সতেজ,যৌবানদীপ্ত,
শুধু তুমি-
তোমার কন্ঠে থাকবে না সুর,
প্রলোদিত উচ্চারণে সংলাপ,
চাহনীর তির্যকতা,
সময়ের সাথে চলার ক্ষীপ্রতা।
অনেক বেলার প্রিয় মঞ্চ ভেঙাবে তোমায়,
উদ্গরিত সংলাপ প্রতিবন্ধী হবে,
শ্রোতাদের হাসির ঢেকুরে বমন হবে,
নিজের চিতায় জ্বলার আকুলতা প্রতিরণিত হবে।
অতএব একদিন পর্দা নামবেই মঞ্চের।