ছিলেন বড় সাধা-সিধে
নাকের ডগায় ছিল শুধু রাগ,
শ্বেত-শুভ্র দাঁড়ি,চশমাবিহীন আঁখি
মাথায় ছিলনা তাঁর টাক।
জীবনের অঙ্ক মিলাতে পারেননি
যদিও ছিলেন অঙ্কে ভালো,
নিকষ আঁধারে হেঁটেছেন একা
পাননি খুঁজে সুখের আলো।
কিশোর পুত্রে খুঁজেছেন আলো
পাছে মিলে দিনান্তে সুখ,
আশার ভেলা ভিড়েছে গোরে
ঘুছেনি তবু আজীবনের দুঃখ।
পিতা গেছেন বছর আঠার
মনে হয় এইতো সেদিন,
দু'জনে মিলে দাঁড় টানে আর
স্বপ্ন দেখে কবে আসবে সুদিন।
পুত্র এখন প্রদীপ জ্বালে,অগ্রদূত
পিতা নেই তার পাশে,
সুখের তরীতে একা যাত্রী সে
পিতাহীন সুখ লাগে শুধু মিছে।