আবছা আলোতে অস্পষ্ট পথ অনুক্ষণ আমায় টানে,
ভুলোমনা আমি সব ফেলে হয়ে যাই পথিক,
মাঝপথে কখনোবা মনে হয় ছুটে চলাটাই বেঠিক,
মায়াবী সে পথ তবু প্রতিক্ষণ সুর তোলে প্রাণে।
নগর-বন্দর,দেশ-বিদেশ ঘুরছি কত শত,
মজেছি দেখে কত না সুন্দর রূপ আহামরি,
তবু এসেছে সে পথ বার বার অমিয়রূপ ধরি,
মনে হয় হাঁটছি সে পথে আলোকবর্ষ শত।
ফুরোয় না কেন মায়া এ পথের- যায় না যদিও তারে দেখা,
এখন মনে হয় এ পথ অনন্ত-চলতে হবে শুধু একা।