কভি কভি মাঝরাতে দেখি ষাড়ের লড়াই,
এক গৃহপালিত,অন্যের ঘর নাই।
শিঙে শিঙে ঠুং ঠাং,
পালিতের মুখে শুনি মালিকের গান,
বেঘর ষাড়ের নেই তাতে রা,
পালিতের লাথি খেয়ে হয় মাঠ ছাড়া।
রাখাল সেজে বসে থাকে মাঝে একজন,
ভাবখানা যেন খুব সাধু সজ্জন,
তলে তলে কাটে গাছ মনের সুখে
চোখেতে নাচে জল, ব্যথা নেই বুকে।
দেখে যারা অসম লড়াই হয়ে বেহুশ,
ছারপোকা কাটে তাদের নেই কোন হুশ।
আলোচনায় ভাজা হয় আলু আর চনা,
জিভে আসে জল তাদের,যারা চোখ কানা।