কবিতা নয় এ যে প্রাণের কথা লিখি।
সুপ্ত ক্ষোভের আগুণ জ্বালাই শব্দের মোড়কে,
স্তব্ধ শোকের মাতম তুলি উপমার ছলে,
শরাহত জীবনকে নিয়ে গাই প্রেমের গান।


কবিতা নয় ফেলে আসা জীবনের ব্যবচ্ছেদ করি,
দুখিনী মায়ের বুক চিরে আসা দীর্ঘশ্বাসের কথা বলি,
অক্ষম পিতার অসহায় চোখের চাহনীর কথা বলি,
অবুঝ সহোদরের বোধহীন সহানুভুতির কথা বলি।

কবিতা নয় কপর্দকহীন পথ চলার স্মৃতি জপি,
বুক পকেটে জমিয়ে রাখা অপমানের কয়েন গুনি,
ক্লেদ আর কষ্টের নুড়ি বিছানো পথে হাঁটি,
সফলতার মরীচিকায় নিরন্তর হুমড়ি খাওয়ার গল্প বলি।