মাটির বিছানায় এলাম রেখে
হয়ে গেলে একা
কী কষ্ট!
সেই কবে আবার হবে দেখা।
নিয়ে গেলে সাথে স্নেহের স্রোতধারা
হয়ে গেল জীবন মরু
ভালবাসার পেয়ালা ভরা শাসন দন্ড
সবকিছু শূন্য তুমি ছাড়া।
ফেনাটুকু খেয়ে তুলেছো ঢেকুর
খাইয়েছো অন্ন সন্তানেরে
তারপরও বিলাপ আহারে
মানিক তোমার রইলো কিনা অনাহারে!
মমতার এমন বিশাল সিন্ধু
রেখে এলাম কবরে
নিত্যক্ষণ করি ছবর
পাবো তোমায় হাশরে।
হে রব করি মিনতি তোমায়
রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি ছাগিরা ।।