স্মৃতি নিয়ে
মোঃ সেলিম হোসেন
নাতির হাতের পরশ পেতেই
খেই ফিরে পায় দাদু,
স্মৃতির পাতার বাঁধ ছিড়ে যায়
মুছলো সকল যাদু।
দু-চোখ বোঝাই নোনতা জলের
পড়োপড়ো ফোঁটা তার,
সাক্ষ্য দিচ্ছে বইছে ধরায়
কেমন কঠিন ভার।
সামনে চিহ্ন কবর কতেক
আপন জনের ওই,
ভালোবাসার সে' প্রেম প্রেয়সীর
এখন আছেন কই।
জোয়ান ছেলের বিদায় দিয়েও
ওই খানেতেই রাখে,
তিন মেয়ে তার বিয়ের আগেই
গেছেন মরণ পাঁকে।
পড়লে নয়ন কবরখানায়
সব ভুলে যান তিনি,
স্মৃতির পাতায় সাঁতরে ফিরেন
মন হয়ে যায় দ্বিনী।