স্মৃতি হয়ে 'অতীত'
মোঃ সেলিম হোসেন
১৪ নভেম্বর, ২০২২ খ্রিঃ।
নেই আজ সেই পথ, সেই নদী তীর,
নেই আর সেই মাঠ মানুষের ভিড়।
আল বেয়ে পথ চলা বালি ভেঙে হাঁটা
নেই সেই ঝোপঝাড় সারি সারি কাটা।
নেই সেই হই চই খেলা সারাবেলা,
নেই আর লাঠিবাড়ি ডাঙ্গুলী খেলা।
দল বেঁধে কেউ নাহি নদী ঘাটে যায়,
লাফঝাঁপ দিয়ে আজ কেউ নাহি নায়।
গাছে চড়ে ডালে ডালে আজ ছুটা নাই,
পাখিদের ডিম ধরা কত মজা ভাই।
সব আজ অতীতের চাদরেতে ঢাকা,
পায়ে জোর নেই আজ ঘুরে শুধু চাকা।
মাটির প্রদীপ নাই কেরোসিনে জ্বলা,
নানি দাদীর গল্প হয় নাতো বলা।
যান্ত্রিক অবযবে চলে সারা ধরা,
সেই মতো চলে আজ সব কাজ করা।
অতীতের সেই দিন স্মৃতি হয়ে সব,
মানুষের মুখে নাই ভালোবাসা রব।