নবান্নের উৎসব
মোঃ সেলিম হোসেন
২৬ নভেম্বর, ২০২২ খ্রিঃ।
অগ্রহায়ণ এলো বাংলায়
ঘ্রাণ ছড়ালো দেশে,
নতুন ধানে উঠোন সাজে
সোনা রাঙা বেশে।
ব্যাস্ততাতে উঠলো মেতে
কৃষাণীদের পাড়া,
ধান মাড়াইয়ে অগ্রে সবাই
কাজে দিয়ে সাড়া।
নাচছে ঢেঁকি পায়ের তালে
ধান কুটতেছে বধূ,
গাইছে সবে নবান্নের গীত
ঝরছে মুখে মধু।
কেউ সাজাচ্ছে উঠান টারে
আল্পনায় রঙ দিয়ে,
কেউ বানাচ্ছে চালের গুড়ো
সখী গণকে নিয়ে।
নলেন গুড়ের রস মাখিয়ে
কেউ বানাচ্ছে গুলি,
নকসা আঁকতে পিঠার বুকে
কেউ নিয়েছে তুলি।
হরেক রকম পিঠার গন্ধ
গ্রাম মাতিয়ে তুলে,
নবান্নের এই মাতন দেশে
জাতি ধর্ম ভুলে।