হাত বাড়িয়ে দাও
মোঃ সেলিম হোসেন
নদী বহে নিরবধি
জল বিলিয়ে তার,
তার ছোঁয়াতে মাঠ ফসলে
ভরে যে তার ভাড়।
গাছ বড় হয় আপন মনে
ছায়া করে দান,
বিলিয়ে দেয় ফুল ফল পরে
পাখি গাহে গান।
গরু নিজের দুগ্ধ দিয়ে
বাঁচায় পরের প্রাণ,
বাগানের ফুল পরের তরে
বিলায় আপন ঘ্রাণ।
নদী, বৃক্ষ, গরু, পুষ্প
উদার সবার মন,
পরের তরে কাজ করে যায়
দেখি প্রতি ক্ষণ।
আমরা মানুষ গাই না কভু
মানবতার গান,
দাও বাড়িয়ে দু'হাত তোমার
করো অন্যে দান।