চাষির হাসি
মোঃ সেলিম হোসেন
হেমন্তকাল আসলো বলে
মাঠ ভরিলো ধানে,
পাকা ধানের গন্ধে চাষির
মনটা কাজে টানে।
ধান কাটিতে কাস্তে হাতে
মাঠের পানে ছুটে,
মুঠোয় মুঠোয় ধান ধরিয়া
সারাবেলা খুঁটে।
নতুন ধানে ভরবে মাচান
সুখে হাসে চাষি,
কাজের মাঝে ব্যাস্ত রহে
ধানের মাঠে আসি।
ধান কাটে আর মাথায় করে
বাড়ি নিয়ে আসে,
মিষ্টি মধুর ঘ্রাণ ছড়ায়ে
বাড়ি বানে ভাসে।
পরিশ্রমের ফসল তুলে
তৃপ্ত মনে চাষি,
কথাবার্তা কাজেকর্মে
প্রকাশ করে হাসি।