আশঙ্কা
মোঃ সেলিম হোসেন
চলতে ধরায় হাজার বাঁধা
নিত্য দাঁড়ায় পথে,
কখন যেনো ভাঙে চাকা
মোদের জীবন রথে।
থুবড়ে যাবে জীবন মোদের
আশঙ্কা রয় মনে,
বিপদ এসে মরণ খেলা
খেলায় যে কোন ক্ষণে!
রোগ-জরা আর প্রকৃতি রূপ
কখন ক্ষুব্ধ হবে,
ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে
ধ্বংসের কথা কবে।
শত শঙ্কা পার করিয়া
এখন একী শুনি,
আসছে নাকি দুর্ভিক্ষ তাই
ভয়ে প্রমাদ গুণি।
বিজ্ঞজনের পূর্বাভাসে
আবার শঙ্কা মনে,
কোন দিকে যে যাবো আমরা
ভাবি প্রতি ক্ষণে।