আকাশের রঙ
মোঃ সেলিম হোসেন
নীল সাগরে ডুবলে আকাশ
আলোয় ধরা ভাসে,
প্রকৃতি তার ঘোমটা খুলে
মিটমিটিয়ে হাসে।
নীল দুয়ারে খিল লাগিয়ে
মেঘ বালিকা এলে,
সাদা কালো জলের কণা
আকাশ জুড়ে খেলে।
হাওয়ার ডানায় ভর করে জল
ছুটাছুটি করে,
ঘন কালোয় ঠাঁই করে নেয়
নীল আকাশের ঘরে।
আঁধার নামে ধরাময়ে
অঝোর ধারা ঝরে,
ফোঁটায় ফোঁটায় মেঘের কান্না
নামে ধরার পরে।
গভীর কালো মেঘ কেটে যায়
উঠে রাঙা ধনু,
বাঁকা চাঁদের খিলান এঁকে
খেলে জলের অণু।