জীবন নামক বাগান সাজাতে
হতে হয় দক্ষ মালি।
নানান রঙের ফুল বিনে
লাগে খালি খালি।
লাল ফুল চাই, সাদা চাই
চাই হলুদ ফুল।
বাগানের চর্চা করতে যেন
হয়না কোন ভুল।
ভুল চর্চায় ফুটতে পারে
অজস্র নীল ফুল।
জীবনটা একবার নষ্ট হলে
হারিয়ে যাবে কূল।
ঠিকঠাক সব চর্চা করে
ঠিক পথেই থেকো।
নিজ বাগানে ফুল ফুটিয়ে
গায়ে সৌরভ মেখো।
ভৈরব, কিশোরগঞ্জ।
২০শে জানুয়ারি ২০২৩ ইং