শিয়ালের ভালোবাসা, মুরগি পাওয়ার আশা,
মেটাতে ক্ষুধার জ্বালা, খুঁজবে এমন বাসা।
যেই বাসাতে মুরগি আছে, মোটা তরু তাজা,
খাইতে যাবে সুকৌশলে, যেনো বুদ্ধির রাজা।
ছলে বলে কৌশলেতে, আসবে তোমার বাড়ি,
অবশেষে সু্যোগ বুঝে, মুরগি নিবে কাঁড়ি।
মুরগিটা খাওয়া হলে, যাবে তোমায় ছাড়ি,
দয়া করে শুধু রেখে যাবে, পঁচা নাড়ি ভুঁড়ি।
শিয়াল বড় চালাক চতুর, যায়না তারে বোঝা,
ভিতরে তার লক্ষ প্যাচ, বাহিরেতে খুব সোজা।
উপকার করবে তোমার, একটু একটু করে,
ভদ্রতায় মনটা তোমার, রাখবে সদা ভরে।
নানা রকম ছল বাহানায়, থাকবে তোমার বাড়ি,
প্রয়োজন সব মিটে গেলে, ওপার দিবে পাড়ি।
শিয়ালকে তুমি ভাব যদি, স্বর্গ সুখের মাঝি,
শিয়াল হবে দুঃখের প্রতিক, হবে দুঃখের কাজি।
শিয়ালকে বিশ্বাস করলে, হয় যে এমন ভুল,
যে কারনে অবশেষে, থাকে নাকো কূল।
দেখবে তখন মনের দুঃখে, ছিঁড়তে চাইবে চুল,
সর্বশেষে ঐ শিয়াল দাদাই, হবে দুঃখের মূল।
প্রকাশিত হয়েছিল ="শাহ্জাদপুরী কবি এবং কবিতা" বইয়ে, শ্রাবন ১৪১৬ বাংলা, জুলাই ২০০৯ ইং।